রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে নসিমনের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের কালীগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে তিথী রানী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত তিথি রানী উপজেলার চলবলা ইউনিয়নের ঢাকাইয়া টারী এলাকার বিষ্ণু রায়ের মেয়ে।

আরও পড়ুন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকাইয়াটারী এলাকায় শিশুটির বাবা, স্ত্রী সন্তান নিয়ে নিজে অটোবাইক চালিয়ে বাড়ির পাশে রাস্তা থেকে লালমনিরহাট-চাপারহাট আঞ্চলিক মহাসড়কে যাওয়ায় সময় চাপারহাটগামী একটি নসিমন তাদের ইজিবাইকে ধাক্কা দেয় এতে শিশু তিথি রানী নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার বাবা-মা সামন্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর