শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নকল ‘সিনকারা সিরাপ’ বিক্রির অভিযোগে বিক্রেতা আটক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হামদার্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মনোগ্রাম ব্যবহার করে নকল ‘সিনকারা’ সিরাপ বিক্রির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে হামদার্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে নকল ‘সিনকারা’ সিরাপসহ তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১ হাজার ৮০ পিস নকল ‘সিনকারা’ সিরাপ উদ্ধার করা হয়।

আটক মঞ্জুরুল ইসলাম পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

সরকারি জায়গার মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

জানা যায়, পাঁচবিবি হামদর্দের বিক্রয় কেন্দ্রে থেকে নকল ‘সিনকারা’ সিরাপ বিক্রি করা হচ্ছে এমন গোপন খবর পায় হামদর্দের প্রধান কার্যালয়। সত্যতা জানতে প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত টিম পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে এসে তদন্ত করেন এবং সত্যতাও পান। তারা একাজে পাঁচবিবি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের অফিস সহায়ক মঞ্জুরুল ইসলাম বহিরাগত চক্রের সঙ্গে যোগসাজশ করে বিক্রয় কেন্দ্রের গুদাম থেকে আসল ‘সিনকারা’ সিরাপ সরিয়ে সেখানে নকল ‘সিনকারা’ সিরাপ রাখার বিষয়ে নিশ্চিত হন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত হওয়ার পর হামদার্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ কোম্পানির জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লাহ পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ মঞ্জুরুল ইসলামকে আটক করে আদালতে সোপর্দ করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী বলেন, কোম্পানির জোনাল ম্যানেজারের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে নকল ওষুধসহ তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন