বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ০২:১২ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরে শিশু (মেয়ে) ধর্ষণের অভিযোগে শহিদ মিয়া নামে (৪৩) একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল: ২-এর বিচারক মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণ শেষে হত্যার দায়ে ২ জনের ফাঁসি

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল আমিন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোরে মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের আছাদুল্লাহ ও তার স্ত্রী তাদের সাত বছর বয়সী শিশুকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ির বাইরে ধান সেদ্ধ করছিল। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী শহিদ মিয়া ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি অবহিত করলে ওই দিনই শিশুর বাবা আছাদুল্লাহ মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে 'ইঁদুর মারার ওষুধ' খেয়ে দুই শিশুর মৃত্যু

গত ২০১৮ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহাতীতভাবে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচার প্রক্রিয়া শেষে আজ দুপুরে আসামির উপস্থিতিতে রাষ ঘোষণা করেন বিচারক। রায়ে আসামি শহিদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড - অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম শামীম ও আসামিপক্ষে ছিলেন মো. রফিকুল ইসলাম জুলহাস। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর