সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

গৃহবধূকে ধর্ষণ শেষে হত্যার দায়ে ২ জনের ফাঁসি

জেলা প্রতিনিধি, বরিশাল 
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ায় দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডিতদের এক লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন। 

সোমবার (১৮ নভেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন। 


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত আসামিরা হলেন - বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা শয়ন চন্দ্রশীল ও সুমন ফকির।

মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন বলেন, ২০২২ সালের ১২ জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীতে এক গৃহবধূর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পরের দিন থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। 

মামলার তদন্তে বেরিয়ে আসে, ভুক্তভোগী ওই নারীর স্বামী এক বছর আগে মারা যাওয়ায় ছোট ছেলেকে নিয়ে তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। ১১ জানুয়ারি রাতে ছোট ছেলে গৌরনদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে দণ্ডিতরা। এরপর লাঠি, বৈঠা ও ইটের আঘাতে হত্যা করে বিবস্ত্র লাশ নদীতে ফেলে দেয়। মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামিদের বিরুদ্ধে এই রায় দেন বিচারক। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর