রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিনামূল্যে সার-বীজ পেলেন ২৫৭০ জন কৃষক

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

বিনামূল্যে সার-বীজ পেল ২৫৭০ জন কৃষক

দিনাজপুরের খানসামায় চলতি অর্থ বছরে বোরো ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ২৫৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, অড়হড়, শীতকালীন পেঁয়াজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।

আরও পড়ুন

৫০ শতক জমির শিম গাছ কেটে দিল দুর্বৃত্তরা

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ কৃষকরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর