গাছের শাখায় শাখায় ধরেছে শিমের ফুল। মোটামুটি ফলনও শুরু হয়েছে। বিক্রিও শুরু হয়েছে অল্প। আর কিছু দিন গেলেই পূর্ণাঙ্গ ফলন পাবে শিমের। বাজারে বিক্রি করে পাবে টাকা। সে টাকায় চালাবে সংসারের চাকা। এমনটাই স্বপ্ন ছিল কৃষক মোহন চাঁন ভূইয়ার। মোহন চানের সেই স্বপ্ন ভেঙে দিল দুর্বৃত্তরা। রাতের আঁধারে তার ৫০ শতক জমির ফলন্ত শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া গ্রামে।
বিজ্ঞাপন
রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী ওই কৃষক।
স্থানীয় কৃষকরা জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভূইয়া ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছেন। গত দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে। কিন্তু গত রাতে দুর্বৃত্তরা ৫০ শতক জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে। এতে আমরাও ভয়ে আছি, কবে জানি আমাদের জমির ফলন্ত গাছগুলো এভাবে কেটে ফেলে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত কৃষক মোহন চাঁন ভূইয়া জানান, সোমবার সকালে জমিতে পরিচর্যা করতে আসার পর দেখতে পাই ৫০ শতক জমির শিমগাছের ডগা ও পাতা নুইয়ে পড়েছে। পরে দেখা যায় শিমগাছগুলোর গোড়া কেটে দেওয়া হয়েছে। রাতের আঁধারে কে বা কারা তার সব শিমগাছগুলো কেটে ফেলে। বাগানের প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল। বিভিন্ন যায়গায় ধারদেনা করে গাছগুলো রোপণ করেছিলেন বলে জানান তিনি।
পলাশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, শিমগাছগুলো কেটে ফেলার সংবাদ পেয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস