শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার আমিনুল ইসলাম খোকার বসতঘর পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আমিনুল ইসলাম খোকা বহরবুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

thumbnail_Morrelgonj_photo-2(09.11

ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রা অনেক চেষ্টা করেও কোনো মালামাল রক্ষা করতে পারেননি। এতে আমিনুল ইসলামের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠনের নেতা রুমেল গ্রেফতার

ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম বলেন, ২০ বিঘা জমির একটি ঘেরের পানি ওঠানামা করানো নিয়ে বিরোধ ও স্থানীয় রাজনৈতিক বিরোধের কারনে প্রতিপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে আমার ঘরটি পুড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) কে.এম শওকত  হোসেন বলেন, শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ  পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর