শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠনের নেতা রুমেল গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠনের নেতা রুমেল গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় আবু সায়হাম রুমেলকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

শনিবার (৯ নভেম্বর) ভোরে রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতার রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে।


বিজ্ঞাপন


আসামিকে ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর