নেত্রকোনার কলমাকান্দায় গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ময়মনসিংহের গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন
এর আগে গেল বন্যায় কৃষি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় ভুক্তভোগী পরিবারটির। এখন এ গরুগুলোই শেষ সম্বল ছিল তাদের। আগুনে পুড়ে গরুর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
এই দুর্ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক পরিবারটির কর্তা আইয়ুব খান।
বিজ্ঞাপন
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, মশার হাত থেকে গরুগুলোকে রক্ষায় রাতে গোয়াল ঘরে আগুন জ্বালিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন আইয়ুব খান। অসাবধানতাবশত সেই ধোঁয়া থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো ঘরটিতে তা ছড়িয়ে পড়ে। আগুনের খবর শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গরুগুলোর জীবন রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে অনেকেই আঘাত পান। পরবর্তীতে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়ে পুলিশে কেউ খবর দেয়নি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
প্রতিনিধি/ এমইউ

