মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনী বড় বাজারের টাওয়ারে আগুনে পুড়লো ১০ দোকান

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

ফেনী বড় বাজারের টাওয়ারে আগুনে পুড়েলো ১০ দোকান

ফেনী বড় বাজারের সওদাগর টাওয়ারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। 

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানায়, শুক্রবার আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দু’টি ইউনিট কাজে যোগ দেয়। পৌনে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে নিচতলার ১০টি দোকান পুড়ে যায়।

টাওয়ারের দোকানদার মো. কবির খলিফা জানান, লেদারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ১০মিনিটের মাথায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

আরও পড়ুন: আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার


বিজ্ঞাপন


ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন তারা। নিচ তলায় আগুন লেগেছিল। ভিতরে প্রবেশের কোনো দরজা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। 

একটি লেদারের দোকান থেকে ওই আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ পৌনে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়-ক্ষতি এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর