মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহের গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহের গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চারটি গোডাউন ঘর, দু’টি ভাঙারি দোকান, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বোতল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে নান্দাইল পুরাতন বাজারে বাপ্পী ট্রেডার্সের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেনী বড় বাজারের টাওয়ারে আগুনে পুড়লো ১০ দোকান

আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও গোডাউন থেকে গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দেওয়ার জন্য পিকআপে উঠানো হয়।

পিকআপটি ছাড়ার সময় গোডাউনে থাকা কোনো একটি সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আমি প্রাণে রক্ষা পেলেও বিস্ফোরণে পিকআপসহ আমার সবগুলো গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। পিকআপচালক আরমান মিয়া (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 

বাপ্পি জানান, তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাবসায়িক কাজে বিনিয়োগ করেছিলেন। আগুনে প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র পুড়ে গেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফরিদপুরে ৫ দোকানে ভয়াবহ আগুন

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশপাশের আরও কয়েকটি দোকানপাট ও বাসা আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর