সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বৌলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানসিক রোগীর মৃত্যু

নিহত ব্যক্তি করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের বাসিন্দা সুন্দর আলী (৫০)। তিনি মৃত সুরুজ মিয়ার ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন - অটোরিকশার যাত্রী মরিয়ম (৩০), কিশোরগঞ্জ সদর উপজেলার তের হাসিয়া গ্রামের বাসিন্দা ও জুয়েল মিয়ার স্ত্রী এবং মোটরসাইকেল আরোহী বায়জিদ (২০)। আহত বাকি দু’জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগনের


বিজ্ঞাপন


করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন জানান, কিশোরগঞ্জ জেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি করিমগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী সুন্দর আলী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল, দু’জনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর