বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগনের

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১২ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ 

নিহত মামা-ভাগনে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) দু’জনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

আরও পড়ুন: গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানসিক রোগীর মৃত্যু


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম (২৫) ও তার আপন ভাগনে মো. হোসাইন (১০)-কে মৃত ঘোষণা করেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর