বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানসিক রোগীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম (মিরসরাই)
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানসিক রোগীর মৃত্যু

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ি চাকায় পিষ্ট হয়ে অনিল জলদাশ (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী রোগীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের ওয়ার্লেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগনের

সড়ক দুর্ঘটনায় নিহত অলিল উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল ৭টায় মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন থেকে খবর পেয়ে অনিল জলদাশের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ 


বিজ্ঞাপন


তিনি মানসিক রোগী ছিলেন। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানায় পরিবারের লোকজন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর