টাঙ্গাইলের সখীপুরে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে নুরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঢাকা মেইলকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রেললাইনে শুয়ে নারীর আত্মহত্যার চেষ্টা, এরপর যা হলো
শিক্ষক নূরুল ইসলাম উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জেনেছি তার বিরুদ্ধে একটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছিল। হয়তো সেই ঘটনায় আত্মসম্মান হারানোর ভয়ে গত সোমবার রাতের কোনো এক সময়ে নিজে ঘরে আত্মহত্যা করেছেন তিনি।
আরও পড়ুন: ফরিদপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বিজ্ঞাপন
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে দীর্ঘ দিন ধরে তদন্ত চলছিল।
প্রতিনিধি/ এমইউ