নরসিংদীতে আত্মহত্যার জন্য রেললাইনে শুয়ে ছিলেন লতিফা বেগম (৭০) নামে এক নারী। এরপরও তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বরিশালে অফিস কক্ষে ভূমি কর্মকর্তার ঝুলন্ত লাশ
উদ্ধার হওয়া নারী লতিফা বেগম শহরের কাউরিয়াপাড়ার নতুন লঞ্চঘাট সংলগ্ন এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন রেলওয়ে পুলিশের সদস্যরা।
এর আগে ওই নারীকে বাঁচাতে গিয়ে লোকোমাস্টার ট্রেনটি হার্ড ব্রেক করার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনের এক নম্বর রেললাইনে এক নারীকে শুয়ে থাকতে দেখে ট্রেনটি হার্ড ব্রেক করেন লোকোমাস্টার। স্টেশনে স্টপেজ থাকায় যদিও গতিবেগ তুলনামূলক কম ছিল, তবুও হার্ড ব্রেকের পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নওগাঁয় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, ‘ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ফাঁড়িতে রাখা হয়। পারিবারিক কলহের কারণে ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানতে পেরেছি। পরে তাকে তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ