ফরিদপুরের ভাঙ্গায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদি মহল্লায় তার বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত বৃদ্ধের নাম গোষ্ঠেশ্বর রায় সাধন (৭৬)। তিনি ওই মহল্লার মৃত গোকুলেশ্বর রায়ের ছেলে।
আরও পড়ুন: ভাত দিতে দেরি করায় নানিকে ছুরি দিয়ে হত্যা
ভাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে দুপুর দেড়টার মধ্যে কোনো এক সময় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
দুপুরে বাড়ির লোকজন তাকে ডাকাডাকির পরেও দরজা না খুললে বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: খুলনায় গণপিটুনিতে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক গোলাম হোসেন জানান, ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়া সদরদী গ্রাম থেকে সাধন রায় নামক এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

