শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

নিহত সুলতান মোল্যা ওই গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফরিদপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর গ্রামের ইউপি সদস্য জামাল গ্রুপ ও শরিফুল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বিগত কয়েক বছরে সংঘাত সংঘর্ষের অসংখ্য ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে শরিফুল গ্রুপের লোকজনের বাড়ি ঘরে চড়াও হয়ে হামলা চালায় ইউপি সদস্য জামাল গ্রুপের লোকজন। শরিফুল গ্রুপ প্রতিপক্ষের এ হামলা প্রতিহত করতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শরিফুল গ্রুপের সুলতান মোল্যা বর্শা বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল উপস্থিত হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন