কক্সবাজারের চকরিয়া পৌরসভা মৌলভীরচর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে যে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ময়মনসিংহে কিশোরকে কুপিয়ে হত্যা
নিহত ব্যক্তিকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, হত্যার পর লাশটি খোলা বিলের সবজি ক্ষেতে ফেলা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, স্থানীয় লোকজন খোলা বিলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। লাশের পরনে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কুষ্টিয়ায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।
তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যে অজ্ঞাতনামা এ ব্যক্তিকে এক দিন আগে হত্যা করা হয়। তার চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বৈদ্যুতিক শক দেওয়ার চিহ্নও রয়েছে। অন্য জায়গায় হত্যার পর খুনিরা লাশ এনে খোলা বিলে ফেলে রেখে চলে যায়।
প্রতিনিধি/ এমইউ