মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিত্যপণ্যের দাম কমানোসহ শ্রমজীবীদের রেশন দাবি 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা   
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

নিত্যপণ্যের দাম কমানোসহ শ্রমজীবীদের রেশনের দাবি 

নিত্যপণ্যের দাম কমিয়ে শ্রমজীবী-নিম্নআয়ের মানুষদের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।   

শনিবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় নিত্যপণ্যের দাম কমানোর দাবি 

সংগঠনের জেলা সমন্বয়ক নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন - বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সংগ্রামী সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, আমিনুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম আকাশ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক প্রভাষক জাহিদুল হকসহ আরও অনেকে।   

আরও পড়ুন: ​নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার করায় বেকারি মালিককে জরিমানা

বক্তারা বলেন, সরকার উৎখাত হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এখনও বহাল রয়েছে। ফলে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙেনি, নিত্যপণ্যের দাম কমেনি, ক্ষেতমজুরদের কাজও নেই। দ্রুত নিত্যপণ্যের দাম কমিয়ে শ্রমজীবী-নিম্নআয়ের মানুষদের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবি করা হচ্ছে।  


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর