পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়ার ব্যবহার ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করার অভিযোগে মিজান বেকারির মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: অতিরিক্ত দামে ডিম বিক্রি: ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বেকারির কারখানায় খাদ্য উৎপাদনের মিক্সার মেশিনে পাখির মল-মূত্র পাওয়া যায়। এ সময় ১৭ কেজি নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়াও উদ্ধার করা হয়।
পরে ওই কারখানায় ময়লা পানি, নষ্ট আটা-ময়দা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করার অভিযোগে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় নিত্যপণ্যের দাম কমানোর দাবি
বিজ্ঞাপন
এ ব্যাপারে সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ জানান, রাসায়নিক অ্যামোনিয়া মানুষের দেহে প্রবেশ করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। সঠিক তদন্তের মাধ্যমে এ বেকারিকে লাইসেন্স দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করবেন বলে তিনি জানান।
প্রতিনিধি/ এমইউ

