নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, সর্বত্র রেশনিং চালু, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখা।
শনিবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ১নম্বর রেলগেটে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রেস্তোরাঁর ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় জরিমানা
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন।
সমাবেশে বক্তব্য দেন - কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা সিপিবি'র সহকারী সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীসহ আরও অনেকে।
আরও পড়ুন: ফরিদপুরে পেঁয়াজের আড়তে অভিযান
বিজ্ঞাপন
বক্তারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী তিন মাসে জনগণের আকাঙ্খা হতাশায় নিমজ্জিত হয়েছে। এ ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত। সেইসঙ্গে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান বক্তারা।
প্রতিনিধি/ এমইউ

