সকালের ভাত দিতে দেরি করায় নানিকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতি হানিফ জোয়াদ্দারের (২৫) বিরুদ্ধে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কুষ্টিয়ায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
নিহত বৃদ্ধার নাম সকিনা বিবি (৭০)। তিনি শালিখা গ্রামের মৃত কাউসার জোয়াদ্দারের স্ত্রী। অভিযুক্ত যুবক একই এলাকার মশিয়ার জোয়াদ্দারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হানিফ মাদকাসক্ত ছিল এ নিয়ে প্রায় তাদের বাড়িতে ঝামেলা হতো। শুক্রবার সকালে ভাত দেওয়ার জন্য সে নানি সকিনাকে বলে। এ সময় নানি দেরি করায় তার প্রতি ক্ষুদ্ধ হয়ে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে তাকে। এরপর ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী হানিফকে আটক করে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: ময়মনসিংহে কিশোরকে কুপিয়ে হত্যা
বিজ্ঞাপন
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । হত্যাকাণ্ডের ঘটনায় হানিফকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

