ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিহত কিশোরের নাম জিয়ারুল হক (১৭)। সে উপজেলার আলীনগর গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে এবং উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়ারুল হক মারা যায়।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কুষ্টিয়ায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আনুমানিক বছর খানেক আগে ব্যবসায়ী আব্দুল হকের ছেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় জিয়ারুল হকের। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিল জিয়ারুল হক। ওই মামলায় সম্প্রতি জিয়ারুল আদালত থেকে জামিনে এসে ঘটনার দিন দুপুরে আব্দুল হককে দেখে নেওয়ার হুমকি দিয়ে বকাঝকা করে। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলেরা জিয়ারুল হককে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রতিনিধি/ এমইউ

