সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা । 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ময়মনসিংহে কিশোরকে কুপিয়ে হত্যা

এ সময় স্থানীয় প্রতিপক্ষের অতর্কিত হামলায় হামিদ গাইন (৪৮) ও নজরুল গাইন (৫৫) সহ গুরুতর আহত হন আরও পাঁচজন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হামিদ ও নজরুলের মৃত্যু হয় । নিহতরা ওই এলাকার মৃত রমজান গাইনের ছেলে। এ ঘটনায় আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা পান করছিল দুই সহোদর হামিদ গাইন (৪৮) ও নজরুল গাইন (৫৫)। এ সময় প্রতিপক্ষ মনো, ওয়াসিম এবং র‌্যানিসের নেতৃত্বে  ৮/১০ জন লোক পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় । এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপালে নেওয়ার সময় দু’জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: হত্যা মামলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা গ্রেফতার


বিজ্ঞাপন


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, হামলার ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর