রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ২ টাকায় খাবার পেল হতদরিদ্ররা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ২ টাকায় খাবার পেল হতদরিদ্ররা

ঝিনাইদহে মাত্র দুই টাকায় দুপুরের খাবার পেয়েছে হতদরিদ্ররা। যদিও এখন আর দুই টাকা দিয়ে লজেন্স ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। ভিখারিকে দিলেও অনেক সময় তারা নিতে চায় না। 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সেই সামান্য দুই টাকার বিনিময়ে জেলা শহরে হতদরিদ্রদের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছে ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে চালু হলো 'জনতার বাজার'

এ সংগঠনের পক্ষ থেকে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে “দুই টাকায় হাসি”-এর আওতায় দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল।

“তৃপ্তির হাসি ফুটুক ভিক্ষুকদের মুখে মুখে” এই শ্লোগান নিয়ে শনিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন: ​রেস্তোরাঁর ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় জরিমানা


বিজ্ঞাপন


প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১০ম পর্বে ঝিনাইদহ শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পার্ক প্রাঙ্গণে ২০০ ভিক্ষুকদের মাত্র দুই টাকায় দুপুরের খাবার দেওয়া হয়। তাতে সাদা ভাত, সবজি, ডাল ও মুরগির মাংস ছিল। ওই দুই টাকায় পেট পুরে খেয়ে ওই ভিক্ষুকদের মুখে ফুটেছিল তৃপ্তির হাসি।

এ খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন - প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর