মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

রেস্তোরাঁর ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় জরিমানা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

রেস্তোরাঁর ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় জরিমানা

ফ্রিজে পচা-বাসি খাবার রাখা এবং খাদ্যে রং মিশানো মসলা ব্যবহার করার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে এক অভিজাত রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স। 

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ অভিযান চালানো হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: অতিরিক্ত দামে ডিম বিক্রি: ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

তখন ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকেও পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে ২৫ হাজার টাকা, আলিম ট্রেডার্সের মালিক মো. আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা ও ভাই ভাই খাদ্য ভাণ্ডারের মালিক মো. হাসানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: নাটোরে চালু হলো 'জনতার বাজার'


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর