বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

অতিরিক্ত দামে ডিম বিক্রি: ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

অতিরিক্ত দামে ডিম বিক্রি: ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ইন্দুরকানী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স এ অভিযান চালায়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: শুল্ক ফাঁকি নিয়ে আনা ২১৫ বস্তা ভারতীয় জিরা জব্দ

অভিযান শুরুর সঙ্গে সঙ্গে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান।

পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় তিনজন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। আমারা খুব গোপনে অভিযান শুরু করি। তারপরও অন্য ব্যবসায়ীরা খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন: নাটোরে চালু হলো 'জনতার বাজার'


বিজ্ঞাপন


এ সময় আরও উপস্থিত ছিলেন - কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি মো. রুবেল শেখ, ছাত্র প্রতিনিধি মো. মনজুরুল ইসলাম, ইন্দুরকানী থানার একাধিক পুলিশ সদস্য ও ইন্দুরকানী প্রেসক্লাবের সদস্যরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর