বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নরসিংদীতে বাসচাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে বাসচাপায় নারী নিহত

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় সুমা আক্তার (৩০) নামে এক নারী নিহত এবং ১০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সুমা আক্তার (৩০) রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদের মো. হাসেন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমা তার শিশু সন্তানকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস পথচারী মা ছেলেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত 

খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের পাঠানো হয়।


বিজ্ঞাপন


ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া জানান, বাসচাপায় ১ মহিলা নিহত এবং ১০-১৫ জন গুরুতর আহত হয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর