সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত 

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক শমসের আলী (৪৫) নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নাচোল উপজেলার বেনীপুর রোডে এই দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এ সময় রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈবুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক রাইসুর (১৬) আহত হয়েছেন। 

নিহত শমসের বেনীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। 

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু


বিজ্ঞাপন


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বিকেলে বেনীপুর মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক শমসের ও মোটরসাইকেল চালক রাইসুর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ওসি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশা চালক শমসের আলী মারা যান। আর রাইসুরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর