ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ২১৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করেছে র্যাব। এক ব্যবসায়ীর বাসা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ র্যাব: ১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাড়ে চার কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করলো বিজিবি
এর আগে মঙ্গলবার জেলার হালুয়াঘাট পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় আব্দুল কাদির নামের এক ব্যক্তির বাড়ি থেকে জিরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
আরও পড়ুন: ফেনীর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার
র্যাব সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা বাংলাদেশে নিয়ে এসে বিক্রির জন্য মজুদ করে রাখেন ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় কাদিরের বাসায় র্যাব: ১৪-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বাসায় মজুদ করে রাখা ২১৫ বস্তা (প্রায় ছয় হাজার ৩৮৫ কেজি) ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ