বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে ভূমি কর্মকতা জসীম উদ্দিন খানের (৫০) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভূমি অফিসের তৃতীয় তলায় রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নওগাঁয় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট
তিনি বলেন, স্থানীয়রা বিষয়টি জানালে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহনন মনে হয়েছে বলে জানান তিনি।
ভূমি অফিসের নৈশ প্রহরী নিখিল জানান, রাত ৭টার দিকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন ভূমি কর্মকর্তা জসিম। আমি খাবার নিয়ে এসে কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পাই। এরপর বেশ কিছু সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।
আরও পড়ুন: হত্যার পর লাশ নিয়ে বসেছিলেন মা
বিজ্ঞাপন
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এমইউ