শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০৩:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের ডাসারে খালে মাছ ধরতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বি‌কে‌লে নিহতের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত ব্যক্তির নাম ওহাব আলী সরদার (৪৫)। তিনি উপজেলার বালীগ্রাম এলাকার ধুয়াশার গ্রামের মোহাম্মদ বাছের সরদারের ছেলে। ওহাব আলী দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশের পাথুরিয়ারপাড় বাজারে বিভিন্ন মালামালের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।


বিজ্ঞাপন


জানা গেছে, ওহাব আলী পাথুরিয়ারপাড় খালে একটি ভ্যাশাল দিয়ে মাছ ধরতে নামেন। এ সময় খালের পানিতে থাকা একটি বিষাক্ত সাপ এসে তাকে ছোবল দেয়। এতে ওহাব আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে একজন ওঝা এনে তার বাড়িতে ঝাড়-ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে ওহাব আলীর সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

স্থানীয় মাইনুল হাওলাদার জানান, ওহাব ভ্যাশাল দিয়ে খালে মাছ ধরতে গেলে একটি সাপ এসে তাকে ছোবল দেয়। পরে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য মো. ওয়াশিম জানান, সাপে ছোবলে ওহাবের মৃত্যু হয়েছে। গ্রাম্য ওঝা দি‌য়ে ঝাঁর ফু না দি‌য়ে যথাযথ চিকিৎসা করালে এমনটা হ‌তো না।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন