বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

মেহেরপুরের মুজিবনগরে একটি ওয়ান শুটার গানসহ মিজানুর রহমান মিজান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: দর্শনায় পিস্তল-গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী

মিজানুর রহমান মিজান উপজেলার শিবপুর গ্রামের ফজলু হকের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার


বিজ্ঞাপন


তিনি বলেন, অস্ত্রের সন্ধানে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বসতবাড়ির গোয়ালের পাশে মাটির নিচে অস্ত্র পুঁতে রাখার কথা স্বীকার করেন তিনি। সেখানে মাটি খুঁড়ে মরিচা ধরা একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
 
উদ্ধার অস্ত্রসহ মিজানুর রহমান মিজানকে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। এছাড়া মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর