বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

দর্শনায় পিস্তল-গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ১০:০১ এএম

শেয়ার করুন:

দর্শনায় পিস্তল-গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিমহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। 

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

সেনাবাহিনীর অভিযানে আটক ব্যক্তির নাম শাহারুল ইসলাম। তিনি দর্শনা মোবারক পাড়ার পেয়ার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। একইসাথে তার বাড়ির পিছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তল, দু’রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ভুয়া সিআইডি আটক


বিজ্ঞাপন


চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবেদীন এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর