বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনার মামলায় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আনছারীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিজ বাড়ির পুকুর থেকে শিক্ষকের বস্তাবন্দী লাশ উদ্ধার
এর আগে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে গাজীপুরের উত্তর ছায়া বীথি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
গ্রেফতার শাহজাহান আনছারী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজ পাড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে।
আরও পড়ুন: ডোবার ভেতরে পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকালে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের জেলা সদর সড়কের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে পূর্বপরিকল্পিতভাবে শটগান, পিস্তলসহ আগ্নেয়াস্ত্র এবং চাপাতি, রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করা হয়। তাদের ছোড়া গুলিতে লাল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে গত ৩১ আগস্ট লাল মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, শাহজাহান আনছারী ওই মামলার ৮ নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এরপর শুক্রবার দুপুরে তাকে তিন দিনের রিমাণ্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
প্রতিনিধি/ এমইউ