মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডোবার ভেতরে পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ 

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

ডোবার ভেতরে পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ 

সাতক্ষীরার তালা উপজেলার শুভাশুনি এলাকার একটি জমির পাশের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মামলায় আপোষ না করায় বাদীর জামাইকে হত্যাচেষ্টা

তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের সুভাষিনী মধ্যপাড়া গ্রামের আবুল কালাম আজাদ মোড়লের জমির পাশে ডোবায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে ডোবার পানি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বারহাট্টায় বজ্রপাতে নিহত ১


বিজ্ঞাপন


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর