শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে ভুয়া সিআইডি আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে ভুয়া সিআইডি আটক

লক্ষ্মীপুরে চাইনিজ চাকুসহ সোহেল নামে এক ভুয়া সিআইডিকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

এর আগে বিকেলে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত চাকু লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোহেল পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মেরিন ড্রাইভ থেকে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মদ্যপ অবস্থায় উত্তর তেমুহনী এলাকায় সিআইডি পরিচয়ে শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্ত্বাধিকারী।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, আটক ব্যক্তিকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর