শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

লালমনিরহাটের বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নিহত ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

মামলাটি বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করেন মোল্যা শওকত হোসেন বাবু। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।


বিজ্ঞাপন


এছাড়া, মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ। সেই মামলায় ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ঊর্মি সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ফেসবুকে আবু সাঈদকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, "আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটি ছেলে, যে নিজের দলের লোকের হাতে মারা গেছে; সে নাকি শহীদ!" এই মন্তব্যের পর ৬ অক্টোবর তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং পরে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর