বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য জব্দ

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি সীমান্তের বালুরমাঠ এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে এসব পণ্য জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাড়ে চার কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করলো বিজিবি

বিজিবি জানায়, বিজিবি-১১ লেম্বুছড়ি বিওপি কমান্ডার নায়েক সুবেদার শামীম হোসেনের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার-৪৯ এলাকার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি থেকে দক্ষিণে লেম্বুছড়ির বালুর মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী বিভিন্ন খাদ্য ও পণ্যদ্রব্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে কোকোনাট বিস্কুট ৪০৮ প্যাকেট, কোমল পানীয় গিয়ার ৮০টি, ইঁদুর মারার ফাঁদ আটটি, চাল ৫০ কেজি, লাভ ক্যান্ডি ১০ জার ও ফ্রেশ ওয়েফার বিস্কুট ১২ জার।

আরও পড়ুন: সেন্ট মার্টিনে পালিয়ে এলো ৩১ রোহিঙ্গা ও ২ বিজিপি

বিজিবি-১১ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, জব্দ করা পণ্যগুলো বিজিবি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর