হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফেনীর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন জানায়, সোমবার সন্ধ্যায় ৫৫ বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কাঠের গুঁড়ার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সাড়ে তিন হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য চার কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকা।
আরও পড়ুন: সীমান্তে ১৬ ভারতীয় মহিষ জব্দ
বিজ্ঞাপন
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বলেন, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫-এর একটি টিম অভিযান চালায়। অভিযানে সাড়ে তিন হাজার পিস শাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ