শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

সেন্ট মার্টিনে পালিয়ে এলো ৩১ রোহিঙ্গা ও ২ বিজিপি

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

সেন্ট মার্টিনে পালিয়ে এলো ৩১ রোহিঙ্গা ও ২ বিজিপি

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যেকার যুদ্ধের তীব্রতা বেড়েছে। এ ধরনের পরিস্থিতির মধ্যেই শুক্রবার (৫ জুলাই) ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুমিল্লায় রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন দেওয়ায় ইউপি সচিব গ্রেফতার 

তিনি জানান, টানা কয়েক দিন ধরে মংডুর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এ দিকে ভারী বৃষ্টিও হচ্ছে।  এ ধরনের পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিপাতে উখিয়ায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ৩৩ জন রোহিঙ্গা সেন্ট মার্টিনে এসেছে শুনেছি। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর