ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শিবচরে সড়ক দুর্ঘটনায় ইউপি মেম্বারের মৃত্যু
মৃত অলিউল্লাহ নিবির (১৮) জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আমান উল্লার ছেলে।
নিবির ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ছিল।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের দরজায় বসে ব্রাহ্মণবাড়িয়া আসছিলেন নিবির। ট্রেনটি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ করার সময় প্লাটফর্মের দেয়ালে ধাক্কা লেগে ট্রেনের দরজা থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস জানান, জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারের অনাপত্তির আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এমইউ