রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শিবচরে সড়ক দুর্ঘটনায় ইউপি মেম্বারের মৃত্যু 

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ এএম

শেয়ার করুন:

শিবচরে সড়ক দুর্ঘটনায় ইউপি মেম্বারের মৃত্যু 

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক ইউপি মেম্বারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম আবুল কাশেম ফকির (৫৪)। তিনি কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও একই ইউনিয়নের মাগুরখণ্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাজ শেষে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরতে একটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন আবুল কাশেম। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর