শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

শেরপুরে আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া আসামি রাজু আহমেদ (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর জাল টাকা মামলার রিমান্ড মঞ্জুর হওয়া অপরাধী। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: জেল পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

রাজু নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। 

এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম।

আরও পড়ুন: অনলাইন ক্যাসিনোর হোতা মোতালেব-কামালের বিরুদ্ধে মামলা


বিজ্ঞাপন


এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচে থাকা হাজতখানা থেকে পালিয়ে যান রাজু আহমেদ। এদিকে পালানোর পরপরই রাজুকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। 

পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল।

এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া রাজু আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর