ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় চাঁদপুরে অনলাইন ক্যাসিনো গ্লোরি পরিচালনায় অভিযুক্ত আব্দুল মোতালেব গাজী ও তার ছোট বোন জামাতা মো. কামাল মিজি বাবুকে আসামি করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত কর হয়।
বিজ্ঞাপন
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই ব্যক্তিসহ ৪৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০০ - ২৫০ জনকে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মারধর: সাবেক এমপি শিমুলসহ ১২ জনের নামে মামলা
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। মামলার বাদী রাজধানীর বাড্ডা থানা এলাকার মো. জয়নাল মুন্সির ছেলে মো. ছাইফুল ইসলাম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ আতিকুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাড্ডা ধানাধীন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের গুলিতে গুরুতর আহত হন বাদীর শ্যালক নিশান খান (৩৭)। পরে নিশানকে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দিতে অপারগতা জানায় হাপাতাল কর্তৃপক্ষ। এরপর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রিমান্ডে
আসামি মোতালেব চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রাম এবং কামাল হোসেনপুর গ্রামের বাসিন্দা হলেও তারা ঢাকায় থাকেন। মোতালেব অনলাইন ক্যাসিনোসহ দুবাইতে টাকা হুন্ডির ব্যবসায় জড়িত এবং তার বোন জামাতা চাঁদপুরে স্থানীয়ভাবে অনলাইন ক্যাসিনোর দালাল।
মামলার আইনজীবী জানিয়েছেন, মামলাটি আদালতে দাখিল করার পরে কর্তৃপক্ষ থানায় তদন্ত করার জন্য দিয়েছেন। তদন্ত শেষে আদালত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিনিধি/ এমইউ