শেরপুর জেলা কারাগার থেকে পলাতক এবং ধর্ষণ মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আহাম্মদ আলী (৬৪)-কে গ্রেফতার করেছে র্যাব ১৪।
নালিতাবাড়ীর চৌরাস্তা নামক এলাকা থেকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতে পালানোর সময় গ্রেফতার ৪
গ্রেফতার আহাম্মদ আলী জেলার নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
বিজ্ঞাপন
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে ৫১৮ জন হাজতি ও কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর রাতে শেরপুর জেলার নালিতাবাড়ীর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আহাম্মদ আলীকে আটক করে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার কয়েদি আহাম্মদ আলী ঘটনার দিন অন্যান্য কয়েদিদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান। গ্রেফতারের পর তাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ