চট্টগ্রামের লোহাগাড়ায় বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল এক তরুণের।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন
ওই ঘটনাটি ঘটেছে লোহাগাড়ার পদুয়া এলাকায়। সাপের ছোবলে মৃত তরুণটির নাম মো. সাঈদ (১৯)।
তিনি পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঁধারমানিক লালারখিল এলাকার মতিউর রহমানের ছেলে এবং পেশায় একজন শ্রমিক।
বিজ্ঞাপন
নিহতের ভাই মো. রায়হান সাংবাদিকদের জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় তার ভাই সাঈদ বিষাক্ত সাপ ধরে খেলার সময় সাপের ছোবল খায়। এর কিছুক্ষণ পর তার শরীরে বিষের প্রতিক্রিয়া দেখা দেয়। রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ সাংবাদিকদের জানান, সাপের কামড়ের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া এক তরুণকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। অ্যান্টিভেনম দেওয়ার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রতিনিধি/ এমইউ