বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

বগুড়ায় চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন 

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন 

বগুড়ায় চাঁদা না দেওয়ায় বখাটেদের ছুরিকাঘাতে আকিল হোসেন রানা (৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় তার স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলেটে সাংবাদিক তুরাবের হত্যাকারীদের বিচারের প্রতিশ্রুতি

রানা জয়পুরপাড়া পশ্চিম পাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন পুরাতন লোহা ব্যবসায়ী। 

বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার ভাড়া নিয়ে রিকশাচালকের সঙ্গে রানার বিরোধ হয়। এ সময় রানার প্রতিবেশী ইনছান ও তার এক বন্ধু সাগর, রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে। পরে সেই রিকশাচালক স্বজনদের নিয়ে ওই যুবকদের পাল্টা মারধর করলে তারা রানার কাছে বিবাদে জড়ানোর পাওনা হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হবিগঞ্জে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: ২৫৬ জনের বিরুদ্ধে মামলা

এরপর মঙ্গলবার রাতে বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় ওই বখাটেরা (ইনছান, সাগর ও অন্যান্য দুর্বৃত্ত) দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ওই দম্পতিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পর পরই ইনছান ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর