রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে মাছ শিকার করতে গিয়ে মো. সেলিম (৬৫) নামের এক কৃষক পানিতে ডুবে মারা গেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


মৃত সেলিম বদলকোট ইউনিয়নের উত্তর হরিকৃষ্ণপুর গ্রামের বৈধ্য বাড়ির সেকান্তর মিয়ার ছেলে।

আরও পড়ুন

নোয়াখালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে কৃষক মো. সেলিম জাল নিয়ে নৌকাযোগে মাছ শিকারে যান। ভোর পর্যন্ত বাড়ি ফিরে না আসায় সকালে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে স্থানীয় লোকজন একই গ্রামের কোরিয়ান বাড়ির পার্শ্ববর্তী মাঠের পানিতে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হওয়ায় নিহতের পরিবার এ বিষয়ে অভিযোগ ও ময়নাতদন্ত না করে দাফনের জন্য তাদের জিম্মায় নিয়ে গেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর